প্রথমতো আমি এই অলিম্পিয়াড সম্পর্কে জানার পর ধারণায় আসে,গতানুগতিক যেমন বিভিন্ন অলিম্পিয়াড হয়,যেমন ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড। এমনি হবে হয়তো কিছু।কিন্তু না আমার সে ভুল ভাঙতে সময় খুব কমই লেগেছে।নিজ জেলার হয়ে টিমে জয়েন করলাম। ICT Olympiad Bangladesh এর পেজ,গ্রুপ,ইউটিউব চ্যানেল এর ওপর স্ট্যাডি করতে ধরলাম।তখন খুব ভালো করে বুঝতে পারলাম এ এক যুগান্তকারী আয়োজন হতে চলেছে।টিমে থাকার জন্য ইতোমধ্যে এমন সব ট্যালেন্টেড মানুষের সাথে কথা হয়েছে। যা নিজের শেখার পরিধি বাড়াতে আরো সাহায্য করেছে।
শামীমা আপু, সোহাগ ভাইয়া,মনির ভাইয়া ছাড়াও সবাই যেভাবে কাজ করে যাচ্ছে। নিঃসন্দেহে বলা যায়,সেরা কিছু পেতে যাচ্ছে বাংলাদেশ ????
তাছাড়া এই অলিম্পিয়াডে যেসব সদস্যরা যুক্ত হচ্ছেন সবাই সেরা।খুব ভালো লাগছে এত বড় একটা সার্কেলে আমিও আছি ভেবে।
রংপুর ডিভিশনাল টিমের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে ❤️
![]() |
Milton ICT Olympiad Bangladesh |
0 Comments