আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ কি?
~ICT Olympiad Bangladesh এর অর্গানাইজার হুইসেল এবং ক্রিয়েটিভ আইটি। আমাদের সাথে শিক্ষামন্ত্রনালয় এবং আইসিটি মন্ত্রনালয় যুক্ত আছেন। এই প্রজেক্টটির প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছেন Sohag360 এর ফাউন্ডার সোহাগ মিয়া।
ইংলিশ, ম্যাথ,বায়োলজি সহ অন্যান্য অলিম্পিয়াড যেমন সেই বিষয়গুলোতে দক্ষদের খুঁজে বের করে বেশ কয়েকটি ধাপে ঠিক তেমনি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশও মোট ৩ টি ধাপে অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নিতে পারবে ক্লাস ৩ থেকে বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা। যার উদ্দেশ্য হচ্ছে দেশের শিক্ষার্থীদের মাঝে আইসিটির গুরুত্ব তুলে ধরা এবং আইসিটিতে পারদর্শীদের খুঁজে বের করে আনা।
????ICT Olympiad Bangladesh কলেজ এম্বাসেডর হিসেবে যুক্ত হতে চাই,কিন্তু কাজটা আসলে কি❓
~কলেজ এম্বাসেডর মূলত তার কলেজকে উপস্থাপন করবে। ICT Olympiad Bangladesh এর কোনো প্রোগ্রাম,রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে হবে তার নিজ প্রতিষ্ঠানে। এছাড়া অনলাইনে এ বিভিন্ন কার্যক্রম থাকবে যেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরী।
????এখানে আমার কি লাভ❓
~কলেজ এম্বাসেডর হিসেবে যদি আপনি যুক্ত হন,তাহলে আপনার নেটওয়ার্কিং তৈরি হওয়ার সুযোগ রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। অনেক গণ্য-মান্য,অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গের সহিত কাজ করার সুযোগ পাবেন। ভালো কাজ করলে রয়েছে পুরস্কার। এছাড়া, আপনার কাজের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট তো থাকছেই। এছাড়াও স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন পেইড কোর্স বিনামূল্যে করার সুযোগ পাবেন।
★★মনে রাখবেন আপনি যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্ট এ ICT Olympiad Bangladesh।
![]() |
ICT Olympiad Bangladesh |
0 Comments